সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচনা সমালোচনার ভাইরাল হওয়া নিউজ হচ্ছে ২০১৯ সালে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পুরন করার ফি নিয়ে।ইতো মধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কয়েকটি জাতীয় সংবাদপত্রেও সরকার ও শিক্ষাবোর্ড গুলো নির্ধারণ করে দেওয়া নিউজ আমরা পেয়েছি। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কার কথা কে শোনে? আজ সকাল বেলা যখন দোকানে চা খেতে গেলাম তখনই আবার দোকানেও পরীক্ষার ফরম পুরণের বিষয় নিয়ে কয়েকজন লোকের আলোচনা শুনলাম। এবং এও শুনলাম আমাদের গ্রামের আমার দুরআত্নীয় এক মামার মেয়ে বান্দরবানে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের ফরম পুরণ বাবদ প্রায় ৮০০০/= (আট হাজার) টাকা দিতে বাধ্য হয়েছেন। আমি ওনার কথা শুনে বলেছিলাম যে,সরকার তো এবছর পরীক্ষার ফি ফিক্স করে দিয়েছে তাহলে এত টাকা দিতে হলেন কিভাবে? জবাবে তিনি আমাকে বললেন সেই স্কুলের প্রধান শিক্ষক নাকি চ্যালেঞ্চ করেছেন আপনারা পারলে দুদকের টিমকে নিয়ে আসেন। তারপরেও একই হারের টাকাই নাকি ওনারা নিবেন। তাহলে আমরা যারা আজ সাধারণ শিক্ষার্থীর অভিভাবক হিসেবে আছি আমরা কার কথা বিশ্বাস করবো? স্কুল কতৃপক্ষের কথা? নাকি শিক্ষা বোর্ডের নোটিশের কথা? এর একটা সুরাহা অতি দ্রুত সময়ের মধ্যে করার প্রয়োজন বলে মনে করি। না হলে আমাদের মতো সুবিধাবঞ্চিত গ্রামগঞ্জের অনেক ছেলে মেয়েরই কিন্তু পারিবারিক ভাবে দ্বিধাদন্দের মধ্যে পড়ে বড় সমস্যা তৈরী হতে পারে। তাই সরকার সহ শিক্ষা বিশ্লেষকদের নিকট আহ্বান জানাবো আপনারা যে কোন একটা নীতি ঠিক করুন। যা সাধারণ জনগন বিশ্বাস করতে পারে
http://www.somoynews.tv/pages/details/135150