চট্টগ্রামে স্ব-স্ব জাতিসত্তার বর্ণমালা মিছিল।
-------------------------------------------
১৭ই ফেব্রুয়ারি,শুক্রবার২০১৭ইং
--------------------------------------------
১৯৯৯সালের ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়ার
ফলে বাংলা ভাষা সকল ভাষার কথা কয়।একুশ মানে বাংলা ভাষাভাষীদের জন্য
নয়,একুশ হচ্ছে সকল জাতির ও ভাষাভাষীদের জন্য।বিশ্ব কবি মাতৃভাষাকে মায়ের
দুধের সাথে তুলনা করেছেন।শিশুর বিকাশে মায়ের দুধ যেমন অপরিহার্য ঠিক তেমনি
স্ব-স্ব জাতিসত্তার বিকাশের ক্ষেত্রে চাই
নিজস্ব মাতৃভাষায় শিক্ষা।সরকার কেবল ৫টি জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা চালু
করলে হবেনা সকল জাতিসত্তার মাতৃভাষায় চালু করতে হবে।এখনো জাতিসত্তার
মাতৃভাষায় বই গুলো পর্যাপ্তভাবে দিতে পারেনি। পাঠ্যপুস্তকে
জাতিসত্তাসমূহের প্রতি অবমাননা বক্তব্য এখনো বহাল রয়েছে।চলতি বছরের
পাঠ্যপুস্তকে ভুলভাবে উপস্হাপন করা হয়েছে।এতই ভুলে ভরা বই যা প্রজন্মের
চিন্তা বা মননকে ধ্বংস করছে।বইয়ের পিঠে শেখ হাসিনার বাংলাদেশ এভাবে নিজেদের
কৃতিত্ব জাহির করতে দেখা যায়।এই সরকার সবকিছুকে বাপের সম্পত্তি মনে
করে।যাইহোক পিসিপির বন্ধুরা পিসিপির শিক্ষা সংক্রান্ত ৫দফা বাস্তবায়নের
দাবীতে চট্টগ্রামে
সান্তাল,মারমা,ত্রিপুরা,ম্রো,মনিপুরী,গারো,চাকমা,তঞ্চঙ্গ্যা,চাকসহ কয়েকটি
নিজস্ব বর্ণমালা নিয়ে বর্ণমালা মিছিল ও সমাবেশ করেছে।এভাবে সকল জাতিসত্তার
মাতৃভাষায় শিক্ষার দাবীতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
Saturday, February 18, 2017
Home »
» বাংলাদেশের আদিবাসী ছাত্রছাত্রীদের বর্ণমালা মিছিল।
0 comments:
Post a Comment